Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

►   রেজিষ্ট্রেশন ও ফিংগার প্রিন্ট: 

অভিবাসী আইন ২০১৩ অনুযায়ী কর্মসংস্থানের উদ্দ্যেশে প্রত্যেক বিদেমগমনেচ্ছু কর্মী ভিসা প্রাপ্ত হলে

নিজ জেলায় “রেজিষ্ট্রেশন ও ফিংগার প্রিন্ট করতে হয়।উক্ত কার্যক্রম চলমান রয়েছে। ফলে একজন কর্মীকে উক্ত

কাজের জন্য ঢাকাস্থ প্রধান কার্যালয়ে যেতে হচ্ছে না ।

০১/০২/২০১৭ থেকে ১৫/০৪/২০১৯ পর্যন্ত ৫৬,১০৯টি ফিংগার হয়েছে।

                    ►   প্রবাসে মৃত কর্মীর লাশ দেশে আনায়ন ও আর্থিক অনুদান:

বিদেশে মৃত্যু হলে দেশে আনয়নের মতামত প্রেরণ এবং কল্যাণ বোর্ড কর্তৃক প্রদেয় আর্থিক অনুদান, বিদেশ থেকে

প্রাপ্ত বকেয়া বেতন, ইন্সুরেন্স, ক্ষতিপূরণ ইত্যাদি অর্থ ‍মৃতের বাড়ি সরজমিনে গমন করে প্রকৃত ওয়ারিশ সনাক্ত করে

অর্থ প্রাপ্তির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করণ।ইতঃমধ্যে ১৯৯৫ সাল থেকে ২০,৪৮,৩৫,৯০৭/- টাকা বিতরণ

করা হয়েছে।                                  

                      ►   প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি:

প্রবাসে কর্মরত কর্মী এবং প্রবাসে মৃত কর্মীর সন্তান যারা দেশে অধ্যয়নরত তাদের P.S.C/ J.S.C/ S.S.C/ H.S.C তে

যথাক্রমে জিপিএ-৫ এবং জিপিএ-৪ পায় তাদেরকে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড থেকে বৃত্তি প্রদান করা হয়।

২০১৩ সাল থেকে শুরু হয়ে ১১২ জনকে মোট ১৫,৪৩,৭০০/- টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।

                      ►   নিরাপদ অভিবাসনের জন্য তথ্য প্রদান (MRC):

অত্রদপ্তরে একটি Migrant Resource Centre রয়েছে। এ সেন্টার এ একজন কর্মকর্তা সার্বক্ষণিক নিয়োজিত। কোন বিদেশ

গমনেচ্ছুকর্মী নিরাপদ অভিবাসনের জন্য তথ্য জানতে চাইলে উক্ত সেন্টার থেকে সমস্থ তথ্য প্রদান করা হয়।

যেমন: সরকারি রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ, আর্থিক লেনদেনের লিখিত প্রমাণ রাখা, ভিসা চেকিং, প্রশিক্ষণ নিয়ে বিদেশগমণ,

বৈধ রিক্রুটিং এজেন্সির তথ্য জানা, কাজের বিষয়ে নিশ্চিত হওয়া, চুক্তি পত্র গ্রহণ, Manpower Clearance হয়েছে কিনা ইত্যাদি।

   ►   সচেতনামূলক প্রচার:

  প্রতারণা এড়ানোর নিমিত্ত নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে, স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার, লিফলেট বিতরণ, পোষ্টার বিতরণ,

  ইউপি কার্যালয়ে অবস্থিত UDC তে যোগাযোগ করা এবং লিফলেট/পোষ্টার প্রেরণ, পুস্তিকা বিতরণ ইত্যাদি।

  ►  প্রাক বর্হিগমন প্রশিক্ষণ: বিদেশ গমনেচ্ছু কর্মী যারা ফিংগার সম্পন্ন করেছে তাদেরকে কাগিরি প্রশিক্ষণ কেন্দ্রে তিন

 দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়। নিরাপদ অভিবাসন, প্রতারণা এড়ানো, এয়ারপোর্টের নিয়মকানুন নিয়োগকর্তার দেশের

 আচরণবিধি সংক্রান্ত এবং ভাষা শিক্ষা বিষয়ে জোর দেওয়া হয়।

  ►   প্রতারিত কর্মীর মামলা তদন্তঃ বিদেশে যে সকল কর্মী প্রতারিত হয়েছে। টাকা খোয়া গিয়েছে তাদের মধ্যে

  যারা অত্রদপ্তরে প্রতিকার জানতে চায় তাদেরকে আইনি পরামর্শ দেওয়া হয়। প্রতারিতদের মধ্যে যারা আদালতে অভিবাসী

  আইন ২০১৩ অনুযায়ী মামলা দায়ের করেছে এসব মামলার অধিকাংশ তদন্ত অত্রদপ্তরে প্রদান করা হয়। উক্ত মামলা

  সমূহ শতভাগ নিরপেক্ষ, সততা ও নিষ্ঠার সাথে তদন্ত করে প্রতিবেদন তৈরী করা হয়। ইতিমধ্যে ৫২টি মামলার তদন্ত

  প্রতিবেদন দাখিল করা হয়েছে। ফলে প্রত্যেকেই টাকা ফেরত পেয়েছে।