জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কিশোরগঞ্জ সিটিজেন চার্টার
ক্রমিক নং |
অত্র অফিস হতে প্রদত্ত নাগরিক সেবা সমূহ |
সেবা গ্রহনের পদ্ধতি/সেবা পেতে কি কি করতে হবে |
গময়সীমা |
ব্যর্থতায় যোগাযোগ |
০১ |
বিদেশে গমনেচ্ছু কর্মীদের অনলঅইনডাটা বেজ নাম নিবন্ধন |
২০০/-(দুইশত) টাকার ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার সোনালী ব্যাংক হতে মহা পরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বরাবর নিবন্ধন পূরন করে ব্যাংক ড্রাফ্ট সহ দাখিল করতে হবে। সংযুক্ত হবে (ক) পাসপোর্টের ফটোকপি,১-৫ পৃষ্ঠা। (খ) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যদি থাকে তার ফটোকপি। (গ) ভোটার আইডি কার্ডের ফটোকপি। (ঘ) ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদপত্র। (ঙ) অভিজ্ঞতার সনদের ফটোকপি যদি থাকে। |
১ সপ্তাহ |
জনশক্তি ব্যুরো |
০২ |
বৈধ রিকোর্ডিং এজেন্সির তথ্য |
স্ব-শরীরে দপ্তরের তথ্য কেন্দ্র হইতে প্রদান |
তাৎক্ষনিক |
জনশক্তি ব্যুরো |
০৩ |
ভিসা যাচাই |
স্ব-শরীরে দপ্তরের তথ্য কেন্দ্র হইতে প্রদান |
তাৎক্ষনিক |
জনশক্তি ব্যুরো |
০৪ |
অনলাইনে অভিযোগ |
বিদেশ গমনেচ্ছু/প্রবাসে অবস্থানরত/প্রবাস ফেরত প্রতারিত ব্যাক্তি অত্র দপ্তরের তথ্য কেন্দ্র হইতে অনলাইনে রিকোর্ডিং এজেন্সির বিরোদ্ধে অভিযোগ দাখিল করিতে পারে। সংযুক্ত করতে হবে (ক) পাসপোর্টের ফটোকপি (খ) চুক্তিপত্র (গ) ভিসা কপি। (ঘ) টাকা প্রদানের রশিদ যদি থাকে। |
১ সপ্তাহ |
জনশক্তি ব্যুরো |
০৫ |
প্রবাসে মৃতব্যাক্তির লাশ বাংলাদেশে আনায়ন বা উক্ত দেশে দাফন সংক্রান্ত মতামত জনশক্তি ব্যুরোর মাধ্যমে দূতাবাসে প্রেরণ |
মৃতব্যাক্তির ওয়ারিশ কর্তৃক অত্র দপ্তরে তথ্যকেন্দ্রে স্ব-হস্তে লিখিত আবেদন অথবা দূতাবাস কর্তৃক ওয়ারিশদের নিকট থেকে মতামত চাওয়ার প্রেক্ষিতে সরেজমিনে মৃতের স্থায়ী ঠিকানায় তদন্ত করে ওয়ারিশ কর্তৃক স্বাক্ষরিত লাশ আনা- না আনার মতামত জনশক্তি ব্যুরোর মাধ্যমে দূতাবাসে প্রেরণ। |
|
|
০৬ |
মৃত ব্যাক্তির ওয়ারিশগণ লাশ পরিবহণ ও দফন বাবত আর্থিক ৩৫,০০০/-(পয়ত্রিশ হাজার) টাকার অনুদান ও পরবর্তী ক্ষতি পূরণ/বকেয়া পাওনা/ ইন্সুরেন্সের অর্থ আদায় সংক্রান্ত আবেদন অনলাইনে গ্রহণ করার হয়। |
অত্র দপ্তর কর্তৃক সরবরাহ কৃত অনলাইন আবেদন ফরম পূরণ এবং মৃতের মৃত্যু সংক্রান্ত কাজগপত্রের ফটোকপি ০৩(তিন) সেট দাখিল করতে হবে। |
নির্দিষ্ট সময় সীমা নেই |
জনশক্তি ব্যুরো ও সংশ্লিষ্ট দূতাবাস |
০৭ |
প্রবাসে মৃত ব্যাক্তির প্রকৃত ওয়ারিশগণ নির্ণয়, কাগজপত্রের যাচাই বাচাই করে ব্যুরোতে প্রতিবেদন প্রেরণ। |
জনশক্তি ব্যুরো কর্তৃক মৃত ব্যাক্তি প্রাপ্ত অর্থ প্রাপ্তির চাহিদা পত্র অনুযায়ী কাগজ পত্র প্রস্ত্তত করিয়া অত্র দপ্তরে দাখিল করার পর দ্বায়িত্ব প্রাপ্তগণ জনশক্তি জরিপ কর্মমর্তাগণ সরেজমিনে যাচাই বাচাই করিয়া সঠিকতার নিরোপন সাপেক্ষ প্রতিবেদন জনশক্তি ব্যুরোতে প্রেরণ করা হইয়া থাকে। |
৩-৪ মাস |
জনশক্তি ব্যুরো ও সংশ্লিষ্ট দূতাবাস |
০৮ |
মৃত ব্যাক্তির ওয়ারিশগণকে চেক বিতরণ |
মৃত ব্যাক্তির ওয়ারিশদের মধ্যে চেক বিতরনের সময় ছবি তোলার সাপেক্ষে চেক বিতরণ এবং ১০/-(দশ) টাকার রেবিনিউ স্টেম্পে স্বাক্ষর গ্রহণ করে চেক বিতরণ করা হয়। |
৭ (সাত) দিন |
জনশক্তি ব্যুরো |
০৯ |
সচেতনতা ও প্রচারণা মূলক কাজ |
বিদেশে গমনেচ্ছু ব্যাক্তিদের প্রতারণা রোধে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ইউপি সদস্য ও বিভিন্ন এন,জি,ও এর সমন্বয়ে গ্রাম অঞ্চলে বিদেশ গমনেচ্ছু ব্যাক্তিদের প্রতারণা রোধে সচেতনতা সৃষ্টিমূলক সভা/সমিনার করা হয়। |
|
|
১০ |
অত্র দপ্তরের বিস্তারিত ঠিকানা |
মোঃ আসাদুজ্জামান মোল্লা সহকারী পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস গাইটাল (সার্কিট হাউজ সংলগ্ন) কিশোরগঞ্জ। মোবাইল- ০১৭১৩৫৭৫৬৩১ যোগাযোগ- প্রধান কার্যালয়ঃ জনশক্তি কর্মসংস্থান ব্যুরো ৮৯/২, কাকরাইল, ঢাকা। Website : www.bmet.gov.bd |
|
|
গুরুত্বপূর্ণ পকল্প সমূহ শীগ্রই প্রকাশ করা হবে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস