Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

সেবার তালিকাঃ বিদেশ গমনেচ্ছু কর্মীদের বিদেশ গমন সংক্রান্ত কার্যক্রম একটি আন্তমন্ত্রণালয় প্রক্রিয়া।

এক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ

ব্যুরোর অধীনস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে নিম্নলিখিত সেবাসমূহ প্রদান করা হয়ে থাকে।

 

১।     ভিসা প্রাপ্ত বিদেশ গমনেচ্ছু কর্মীদের অভিবাসী আইনের ১৯ ধারা বলে অনলাইন রেজিস্ট্রেশন ও ফিংগার

       প্রিন্ট নেয়া হয় ।  যা আগে ঢাকায় সম্পন্ন হতো। সেবা সহজীকরণের আওতায় এখন তা নিজ জেলাতে হয়।

 

২।     প্রবাসে মৃত কর্মীর লাশ দেশে এনে দাফন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রক্রিয়া সম্পন্ন করা, 

       ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে প্রাপ্য এবং বিদেশ থেকে প্রাপ্য আর্থিক অনুদান প্রাপ্তির প্রক্রিয়া সম্পাদন করা।

 

৩।     বিদেশে কর্মরত কর্মী ও বিদেশে মৃত কর্মীর  দেশে অধ্যয়নরত যথাক্রমে জিপিএ-৫ ও জিপিএ-৪ প্রাপ্ত সন্তানদের

        শিক্ষাবৃত্তি প্রদান।

 

৪।     নিরাপদ অভিবাসনকল্পে বিদেশ গমনেচ্ছু কর্মীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

 

৫।     প্রতারিত কর্মীকে প্রতারকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পরামর্শ প্রদান।

 

৬।     মধ্যস্বত্বভোগী দালাল ও প্রতারকদের প্রতারণা এড়ানোর নিমিত্ত জনসচেতনতামূলক প্রচার প্রচারণা।

 

৭।      ফিংগারপ্রিন্ট প্রাপ্ত কর্মীদের তিন দিনের প্রাক-বহির্গমন প্রশিক্ষণ প্রদান ও সার্টিফিকেট প্রদান।

 

৮।      বিদ্যমান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ প্রদান।