► ১ জুলাই ১৯৯৫ থেকে ১৬/০৪/২০১৯ পর্যন্ত বিদেশে মৃত্যুবরণকারী কর্মীর পরিবারকে মোট ৬৯০ টি
চেক-এ মোট ২০,৪৮,৩৫,৯০৭/- টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
► ২০১৩ সালে শুরু হওয়া প্রবাসী কর্মী এবং প্রবাসে মৃত কর্মীর সন্তানদের ১১২ জনকে মোট ১৫,৪৩,৭০০/-টাকা
বৃত্তি প্রদান করা হয়েছে।
► অভিবাসী আইন ২০১৩ অনুযায়ী বিদেশ গমনেচ্ছু ভিসাপ্রাপ্ত কর্মীর রেজিষ্ট্রেশন ও ফিংগার প্রিন্ট বাধ্যতামূলক।
সেবা সহজীকরণের আওতায় উক্ত কার্যক্রম ঢাকাস্থ প্রধান কার্যালয় থেকে জেলা পর্যায়ে বিকেন্দীকরণ করা হয়েছে।
১লা ফেব্রুয়ারী ২০১৭ থেকে শুরু হয়ে ১৫/০৪/২০১৯ পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় ভিসা প্রাপ্ত মোট ৫৬,১০৯ জনের
রেজিষ্ট্রেশন ও ফিংগার কাজ সম্পন্ন হয়েছে। উক্ত রেজিষ্ট্রেশন ও ফিংগার থাকায় কোনভাবেই পাসপোর্ট বদল
একজনের ভিসা অন্যজনকে দেওয়া বিদেশে অপরাধ করে আত্মগোপণ করা বন্ধ হয়েছে।
► রিক্রুটিং এজেন্ট বা মধ্যস্বত্ত্বযোগী দালাল চক্রের প্রতারণা এড়ানোর জন্য তিন দিনের প্রাকবহির্গমন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
এতে একজন প্রবাসে গমনেচ্ছু খব সহজেই প্রতারণা এড়ানো কৌশলগুলো জানতে পারছে। এছাড়া প্রত্যেককে লিফলেট, পুস্তিকা, দেওয়া হচ্ছে।
সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি, স্থানীয় ডিস চ্যানেলে প্রচারণা, উঠান বৈঠক
সেমিনার ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
► নিরাপদ অভিবাসনের লক্ষ্যে অত্রদপ্তরে একটি মাইগ্রেশন রিসোর্স সেন্টার (MRC) রয়েছে।
উক্ত সেন্টার থেকে বহির্গমনেচ্ছু কর্মীদের তথ্য প্রদান করা হচ্ছে।
► ২০১৮ সালে উন্নয়ন মেলায় ১৩৫টি স্টলের মধ্যে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস অষ্টম স্থান অধিকার করেছে।
► ২০১৮ সালে “ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রথম স্থান অধিকার করেছে।
► ২০১৮ সালে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় ২য় স্থান অর্জন করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস