ভিশন: বাংলাদেশকে অন্যতম শীর্ষ স্থানীয় কর্মী প্রেরণকারী দেশে পরিনত করার উদ্দেশ্যে এবং বৈদেশিক কর্মসংস্থান ও রেমিটেন্স বৃদ্ধির লক্ষ্যে বিদেশ গমনেচ্ছু অদক্ষ কর্মীগণকে যোগ্যতানুসারে প্রশিক্ষণের পরামর্শ প্রদানের মাধ্যমে দক্ষ কর্মীতে রূপান্তরিত করে বৈধ উপায়ে বিদেশ প্রেরণ। নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে মধ্যস্বত্ত্বভোগী/দালাল শ্রেণীর দৌড়াত্ব হ্রাস ও সচেতন কর্মীগোষ্ঠী গড়ে তোলা। প্রতারিত কর্মীদের অর্থ ফেরত প্রাপ্তিতে আইনি সহায়তা প্রদান এবং পরামর্শ প্রদানের মাধ্যমে সার্বিক সহযোগিতার বিষয়টি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।
মিশন: দক্ষ অভিবাসন ব্যবস্থাপনার মাধ্যমে কর্মক্ষম জনগোষ্ঠির নাম নিবন্ধন, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ, সচেতনতা বৃদ্ধির জন্য ব্রিফিং প্রদান, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধিতে প্রচার প্রচারণা এবং প্রবাসী কর্মী ও তার পরিবারের স্বার্থরক্ষা, কল্যাণ ও অধিকার নিশ্চিত করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস