► অত্র কিশোরগঞ্জ জেলায় বিদেশগামী কর্মীদের রেজিষ্ট্রেশন ও ফিংগার প্রিন্ট সম্পন্ন হচ্ছে
যা ইতোঃপূর্বে ঢাকায় হতো তদ্রুপ বিদেশে মৃত কর্মীর লাশ আনা এবং আর্থিক সাহায্য এবং অন্যান্য
পাওনা আদায়ের জন্য ঢাকায় গমন করতে হয় না, আগামী দিনে বিদেশ গমনের ক্ষেত্রে কোন কর্মীকে
শুধুমাত্র বিমানে উঠার জন্য ঢাকায় গমন যেন করতে হয় এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে।
বিদেশ গমণের যাবতীয় কর্মকান্ড জেলায় সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
► তাদের বহির্গমনের ছাড়পত্র/NOC, মেডিকেল চেক আপ এবং এতদসংক্রান্ত যাবতীয় কর্মকান্ড
নিজ জেলাতেই সম্পন্ন যেন করতে পারে সে কার্যক্রম গ্রহণের পরিকল্পনা রয়েছে ।
► বিদেশে প্রতারিত হলে তাদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য নিজ জেলাতেই এ
বিষয়গুলো নিষ্পত্তি করার ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে ।
► বিদেশগামীদের সুবিধার্থে ঢাকাকেন্দ্রিক রিক্রুটিং এজেন্সিসমূহ জলা পর্যায়ে যাতে তাদের
কার্যক্রম সম্পন্ন করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে ।
► কিশোরগঞ্জ জেলায় সেবা প্রদানে শুদ্ধাচারের দিক থেকে শতভাগ নিশ্চয়তা রয়েছে। সেবা
প্রদানে জন হয়রানি, স্বজনপ্রীতি, অবৈধ আর্থিক লেনদেন, অবহেলা, কাজ ফেলে রাখা এ জাতীয়
কোনো বালাই নেই । শুদ্ধাচারের এ বিষয়টি বহাল রাখা হবে এবং আরোও জোরদার করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস